উত্তরদিনাজপুর

নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে থাকা মন্দিরে ধাক্কা যাত্রী বোঝাই বেসরকারী বাসের।আহত ২০ জন যাত্রী

একটি যাত্রী বোঝাই বাস নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে থাকা একটি মন্দিরে ধাক্কা মারলে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার রামপুর এলাকায়। জানাজায় রায়গঞ্জ থেকে বিন্দোল গামী বেসরকারী বাসটি দ্রুত গতিতে যাওয়ার সময় একটি মোটরবাইকে দুটি সাইকেল এর সাথে সংঘর্ষের পর নিয়ন্ত্রন হাড়িয়ে একটি বিদ্যুতের খুটি ভেঙ্গে শীলপাড়া স্মৃতি মন্দিরে সজোরে ধাক্কা মারে। ভেঙ্গে যায় পাকা মন্দিরটি। আহত হয় প্রায় ২০ জন যাত্রী। যাদের মধ্যে ৬ জন মহিলা ১ শিশু সহ ১২ জনকে রায়গঞ্জের স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে শিশু সহ তিন জনের অবস্থা আশঙ্কা জনক বলে হাসপাতাল সুত্রে জানা গেছে। পাশাপাশি এলাকাবাসি বেশ কিছু সময় রায়গঞ্জ-বিন্দোল সড়ক বন্ধ করে বিক্ষোভ দেখায়। তাদের দাবী এই দুর্ঘটনা প্রবন যায়গায় গতি নিরোধক বাম্পার দিতে হবে। ঘটনার খবর পেয়ে ছুটে আসে রায়গঞ্জ থানার পুলিশ। পড়ে পুলিশের আস্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়। পুলিশ ঘাতক বাসটিকে নিজেদের হেপাজতে নেয়।